বড়লেখায় বিএনপি নেতার অর্থায়নে ফ্রি সবজি বাজার
স্টাফ রিপোর্টঃবড়লেখায় কাতার প্রবাসী বিএনপি নেতা ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরীফুল হক সাজু করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন।
রবিবার সকালে তার অর্থায়নে ও বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংঘটনের ব্যবস্থাপনায় দাসের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি সবজি বাজারের উদ্বোধন করেছেন দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন।
দিনব্যাপী ওই সবজিবাজারে প্রায় পাঁচ শতাধিক ভুক্তভোগী পরিবারকে আলু, টমেটো, ঢেঁড়স,লাল শাক,শসা,কাঁচা মরিচ বাঁধাকপিসহ নিত্যপ্রয়োজনীয় সবজি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন বড়লেখা উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী সেলিম,দাসের বাজার ইউনিয়ন বিএনপির নেতা মাসুক উদ্দিন মেম্বার,বিএনপি নেতা বশির আহমদ,বিএনপি নেতা বলন মিয়া, বিএনপির নেতা নিজাম উদ্দিন সেবুল,বিএনপি নেতা মোস্তফা উদ্দিন,বড়লেখা উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা আমানুর রহমান আমান সহ দাসের বাজার ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।