বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনা আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা ১২ জন সহ মোট ১৬ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদকঃঃ বিয়ানীবাজারে করোনা আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা ১২ ব্যাক্তি সহ আরো ৪ জনের নমুনা সংগ্রহ করে সিলেট প্রেরন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ শনিবার (২৫ এপ্রিল) বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদের নেতৃত্বে একটি বিশেষ টিম নমুনা সংগ্রহ করে সিলেট প্রেরন করে।

এদের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে ছিলেন এবং বাকি ৪ জন ঢাকা ও কিশোরগঞ্জ ফেরত। এই নিয়ে বিয়ানীবাজারে ৪৮ টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ২৫ টি রিপোর্ট নেগেটিভ এসেছে এবং গতকাল একটি রিপোর্ট পজেটিভ আসে এবং ২২ টি রিপোর্টের অপেক্ষায় রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানায় কর্তৃপক্ষ।

এদিকে করোনা আক্রান্ত আকবর হোসেন অনেকটাই সুস্থ বর্তমানে তিনি সিলেট শহিদ শামছুদ্দিন হাসপাতালে রয়েছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন চলছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে। গত ২৪ এপ্রিল টাঙ্গাইল ফেরত এক ব্যাক্তির শরিরে করোনা শনাক্ত হয় বিয়ানীবাজার নয়াগ্রামে, বর্তমানে তাকে সিলেট শামছুদ্দিন হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় আছেন

Back to top button