বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ফতেহপুর গ্রামে শতাধিক পরিবারের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরন

বিয়ানীবাজার- বিয়ানীবাজার পৌর শহরের ৬ নং ওয়ার্ড বৃহবৃহত্তর ফতেহপুর সমাজ কল্যাণ সংস্থার ও কিশোর সংঘের সহযোগীতায় প্রবাসীদের অর্থায়নে শতাধিক পরিবারের মধ্যে পবিত্র রমজান মাসের ইফতার ও সেহরির খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ৫০ কেজি চাল,১০ কেজি আলু,১০ কেজি পেয়াজ, ৫ কেজি ডাল, ৫ কেজি চানা,৫ লিটার তেল ও ১ কেজি খেজুর ও নগদ ৫০০ টাকা প্রদান করা হয়। বিতরনকালে গ্রামের মুরব্বিয়ান সহ সংগঠনের দায়িত্বশীল সকল উপস্থিত ছিলেন।

এ সময় গ্রামের সুবিধাবঞ্চিতরা প্রবাসীদের মহতি এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন, অঘোষিত লকডাউনে তাদের পাশে যেন সব সময় ধারাবাহিক ভাবে দাড়ান সমাজের বিত্তবানরা।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ থেকে কর্মহীন হয়ে পড়েছে সমাজের খেটে খাওয়া মানুষ।

Back to top button