বড়লেখায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আব্দুর রব॥ বড়লেখায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত চালিয়েছেন। এসময় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পৌরশহরের দুইটি মোদি দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নির্দেশনা অমান্য করে একটি ইলেক্ট্রনিক্সের দোকান খোলা রাখায় দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জানান, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দুইজন মোদি ব্যবসায়ীকে ৪ হাজার টাকা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় একজন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছেন। এধরণের অভিযান অব্যাহত থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপগুলো যথাযথভাবে মেনে চলতে তিনি সকলকে আহবান জানান।