বড়লেখা

বড়লেখায় ফোন করলে নিরবে খাবার পৌঁছে দিবেন তিনি

আশফাক জুনেদ,বড়লেখাঃ করোনার প্রভাবে কর্মহীন মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বদরুল ইসলাম।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের দুটি নাম্বার (01756365867 / 01715931256) দিয়ে তিনি ঘোষনা দিয়েছেন উপজেলার দক্ষিণ ভাগ ও সুজানগর ইউনিয়নের যে কোন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ খাদ্য সহায়তায় তার দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তিনি নিরবে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন।

জানা যায়, করোনার প্রভাবে বড়লেখায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের অসংখ্য মানুষ। ‘দিন আনে দিন খায়’ এমন মানুষদের জন্য এরই মধ্যে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। তবে নিম্ন মধ্যবিত্ত যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন তাদের পরিবারগুলো পড়েছিল চরম সংকটে। ঘরে খাবার নেই, মানুষের সামনে হাত পাততে পারেন না- দুর্ভোগ জটিল হচ্ছিল ক্রমশই। এ অবস্থায় মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেন আলহাজ্ব বদরুল ইসলাম।জনসম্মুখে দাঁড়িয়ে যারা ত্রাণ নিতে সংকোচবোধ করেন এমন কর্মহীনদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেই তার এই অভিনব উদ্যোগ।ইতিমধ্যে আলহাজ্ব বদরুল ইসলামের ব্যতিক্রমী এ উদ্যোগ সাড়া ফেলেছে ভুক্তভোগীদের মধ্যে

এ বিষয়ে আলহাজ্ব বদরুল ইসলাম বলেন,দেশের এই ক্রান্তিকালে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা অনেক কষ্টে দিনযাপন করছে।তারা না পারছে ত্রানের লাইনে দাঁড়াতে না পারছে কারো কাছে সাহায্য চাইতে। তাই তাদের এই কষ্ট লাগবে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি।যে কোন মধ্যবিত্ত পরিবার আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তার পরিচয় গোপন রেখে আমি তার কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিবো।

উল্যেখ্য ইতিমধ্যে আলহাজ্ব বদরুল ইসলাম উপজেলার দক্ষিন ভাগ ইউনিয়ন ও সুজানগর ইউনিয়নের প্রায় ৩ হাজার ৬ শ হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

Back to top button