বিয়ানীবাজার সংবাদ

কড়া নজরদারিতে কিভাবে বিয়ানীবাজার প্রবেশ করলেন করোনা আক্রান্ত ব্যাক্তি?

নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা অনুযায়ী এক উপজেলা থেকে আরেক উপজেলায় যাওয়া আসায় রয়েছে নিষেধাজ্ঞা। বিয়ানীবাজার টাঙ্গাইল মুসলিম জুয়েলার্সের কর্মচারী।

করোনার ছুটিতে সে তার শশুর বাড়ি টাঙ্গাইলে গেল সেখান থেকে ঢাকা গাজিপুর সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পরে মোটর সাইকেল যোগে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। করোনার উপসর্গ দেখা দিলে তার রিপোর্ট সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ফলে আজ সকালে তার রিপোর্টি পজেটিভ আসে।

এক উপজেলা থেকে আরেক উপজেলায় যাওয়া বিধিনিষেধ থাকা স্বত্তেও কড়া নজরদারিতে মোটর সাইকেল যোগে কিভাবে বিয়ানীবাজারে প্রশাসনের চোখ ফাকি দিয়ে প্রবেশ করলেন প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে করোনা আক্রান্ত ব্যাক্তিকে সিলেট শামছুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করোনা শনাক্তের পর থেকেই বিয়ানীবাজারের জনমনে আতংক বিরাজ করছে৷

Back to top button