বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনা রোগী শনাক্ত হওয়ার পর বাজারে কমেনি লোকসমাগম

মহসিন রনি ঃ এক সময় বিয়ানীবাজারের মানুষের জন্য করোনা ভাইরাস ছিল দুর আকাশের তারা। কিন্তু সময়ের পরিক্রমায় চিনের উহান প্রদেশ থেকে সৃষ্টি হওয়া ভাইরাসটি পৃথিবীর নানা জায়গা ঘুরে এবার বিয়ানীবাজার হানা দিয়েছেন। আজ শুক্রবার বিয়ানীবাজারের নয়াগ্রামে আকবর হোসেন নামে এক ব্যাক্তির করোনা ধরা পড়েছে।

জানা যায় সে ব্যাক্তি বিয়ানীবাজার টাঙ্গাইল মুসলিম জুয়েলার্সের কর্মচারী। করোনার ছুটিতে সে তার শশুর বাড়ি টাঙ্গাইলে গেল সেখান থেকে ঢাকা গাজিপুর সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পরে মোটর সাইকেল যোগে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।

এদিকে করোনার রোগী শনাক্ত হওয়ার পর থেকে বিয়ানীবাজারের সচেতন মহলে আতংক বিরাজ করলেও বাজারে কমছে না লোকসমাগম। সরোজমিনে গিয়ে দেখা যায় আগামীকাল থেকে পবিত্র রমজান হওয়ায় বাজারে মানুষের উপচে পড়া ভীড় এদের মধ্যে অনেকেই জানেন না করোনা ভাইরাস কি?

এদিকে বিয়ানীবাজারের প্রবেশ পথে পুলিশ বাহিনীর এত টহলের মধ্যে টাইঙ্গাইল থেকে করোনা আক্রান্ত ব্যাক্তির প্রবেশ করা কিভাবে সম্ভব প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে।

এখনই সময় সচেতন না হলে কান্না করতে হবে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার মানুষের।

Back to top button