বড়লেখায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন, বাড়ি লকডাউন
বড়লেখা-মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী আব্দুল জব্বার (৪০) এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান, থানা অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস।
দাফন শেষে বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। এছাড়াও পরিবারের সবাইকে হোমকোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন তিনি। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে প্রেরণ করা হয়। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না।
তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউপির গাংকুল গ্রামের মৃত আজমল আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়।