বড়লেখা
হাকালুকি হাওরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
বড়লেখা : করোনার প্রভাবে চলতি বোরো মৌসুমে হাওরে ধান কাটার শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় এবার কৃষকের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী হাকালুকি হাওরে কৃষক মনোরঞ্জন বিশ্বাসের ৩ বিঘা জমির ধান কেটে দিয়েছেন। এই দুঃসময়ে ধান কেটে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষক মনোরঞ্জন বিশ্বাস।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় করোনা দূর্যোগে কৃষক ভাইদের জন্য আমরা কাস্তে হাতে নিয়ে মাঠে নেমেছি। এটা আমাদের মানবিক দায়িত্ব। দেশের সকল সংকটে ছাত্রলীগ সবার পাশে ছিলো, আছে থাকবেও।