গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে হাকালুকি হাওরে কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারনে সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জেও দেখা দিয়েছে শ্রমিক সংকট। শ্রমিকের অভাবে বোরো ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। বন্যার আগে ধান তোলা নিয়ে শঙ্কায় থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার উপজেলার হাকালুকি হওরের কৃষকদের ধান টেকে দেয় সরকারদলীয় এই ছাত্রসংগঠনটির নেতারা।
বিজ্ঞাপন

ছাত্রলীগ নেতাকর্মীরা হাওরের আব্দুল মতিন, খালেদ আহমদ, আব্দুল কাদির নামের তিনজন কৃষকের ধান কেটে দেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাহেল সিরাজের নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা ও ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মীরা কৃষদের ধান কেটে বাড়িতে তুলে দেন।

এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য রাহেল সিরাজ বলেন, করোনা ভাইরাসের ভয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সারা দেশ লকডাউনে থাকায় কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। তাদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ নেতাকর্মীরা তিনজন অসহায় কৃষকের ধান কেটে দেন।

Back to top button