বিয়ানীবাজার সংবাদ

ভারতফেরত বৃদ্ধা সহযোগীসহ বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার মধ্যে অবস্থিত শেওলা স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে আসা আসা এক বাংলাদেশি বৃদ্ধাকে তার একজন সহযোগীসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের আওতাধীন বড়গ্রাম বিওপির অধীনস্থ শেওলা আইসিপি দিয়ে ভারত থেকে তারা দেশে ফেরেন। তথ্যটি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (বিজিবি ৫২) অধিনায়ক লেঃ কর্নেল গাজী শহীদুল্লাহ।

ভারত ফেরত বাংলাদেশি বৃদ্ধা সিলেট জেলার এয়ারপোর্ট থানার ৭১ বড়শলা এলাকার মৃত আব্দুল হাফিজ চৌধুরীর স্ত্রী আনোয়ারা খানম চৌধুরী (৮১)। এসময় বাংলাদেশের ফেরত আসার সময় তার সাথে একজন সেবকও ছিলেন, নিরাপত্তার স্বার্থে তাকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চেকপোস্ট ইমিগ্রশন থেকে পুলিশি পাহারায় হাসপাতালের কোয়ারেন্টাইনে এনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (বিজিবি ৫২) অধিনায়ক লেঃ কর্নেল গাজী শহীদুল্লাহ।

Back to top button