দূঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিলো বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা
বিয়ানীবাজার-বিয়ানীবাজার সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দেশের এ ক্রান্তিলগ্নে নিম্ন-মধ্যবিত্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাহুল কান্তি সরকার স্যারের সার্বিক তত্তাবধানে বিয়ানীবাজার, বড়লেখার বিভিন্ন এলাকায় এ উপহার সামগ্রী গুলো বিতরণ করা হয়।
প্রভাষক রাহুল কান্তি সরকার জানান, “দেশের এ সংকটময় মুহুর্তে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা প্রয়োজন। আপনার- আমার সামান্য সহযোগিতাই পারে একটি দারিদ্র্য পরিবারের মুখে হাসি ফুটাতে।”
অত্র বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার শাহান জানান, “বিগত দিনগুলোতে পবিত্র ঈদুল আজহায় অসহায় সুবিধাবঞ্চিত পথ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ ও শীতকালীন সময়ে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের ধারাবাহিকতায় দেশের এ সংকটময় মুহুর্তে অসহায় হত দরিদ্রদের পাশে দাড়িয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
উপহার সামগ্রী বিতরণে অংশ গ্রহণ করের বিভাগের শিক্ষার্থী তানভির আহমেদ, শাহরিয়ার শাহান, আবু সাইদ মুমিন, সাকির আহমদ, নাহিদ আহমেদ, সাইদুল মাহবুব, সাব্বির আহমেদ, মিজান আহমেদ, মো আবু সাইদ সহ প্রমুখ।