অভিনব করোনা যুদ্ধ ও আমাদের বিভ্রান্তি
খোলা জানালাঃ করোনা ভাইরাসের সাথে আমরা কেহই পূর্ব পরিচিত নয়। এই অদৃশ্য শত্রুটি আচমকা আমাদের আক্রমণ করে বসেছে। এটি সারা পৃথিবীর মানব জাতিকে বন্দী করে ফেলেছে। পৃথিবীর মানুষ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এ যুদ্ধে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। এ যুদ্ধে মানুষ যেন আজ যুদ্ধবন্দী। কোনো এক অদৃশ্য রশি দিয়ে পৃথিবীর সকল মানুষের হাত পা যেন বেঁধে ফেলেছে এই অদৃশ্য শত্রু করোনা।
মানুষ করোনা ভাইরাসের আকস্মিক আক্রমণে এতটাই দিশেহারা হয়ে পড়েছে যে এ ভাইরাস নিয়ে আতংকের সাথে সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে নানা রকম গুজব আর বিভ্রান্তি। বাংলাদেশ এতটাই গুজবে ডুবে গেছে যে এ পর্যন্ত শোনা সকল গুজব নিয়ে আলোকপাত করতে গেলে এক মহাকাব্য হয়ে যাবে। তাই উল্লেখযোগ্য কয়েকটি নিয়ে আলোচনা করলেই করোনা মোকাবেলায় আমাদের অসহায়ত্ব ও বিভ্রান্তি ফুটে উঠবে।
কেউ কেউ ফুসফুস বের করে এনে সাবান দিয়ে ধুয়ার মতো উদ্ভট কথা বলছেন আবার কেউ কেউ যে যার মতো অপরীক্ষিত ঔষধ, টোটকা বা তথাকথিত বৈজ্ঞানিক সব পদ্ধতির কথা বলছেন যা রীতিমতো হাস্যকর, অস্বাস্থ্যকর, অবৈজ্ঞানিক এবং চরম ক্ষতিকর। এই সুযোগে নতুন গজিয়ে ওঠা ফেইসবুক সেলিব্রিটি থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সবাই ডাক্তার বা বিজ্ঞানী বনে গেছেন।
সম্প্রতি শোনা যাচ্ছে শ্বাসের সাহায্যে ইথানল গ্রহণ করলে নাকি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যায়। দেশের এক মাইক্রো বায়োলজিস্ট নাকি মুরগির উপর পরীক্ষা করে এটা বের করেছেন। অথচ হাস্যকর বিষয় হল মুরগি আর মানুষের করোনা ভাইরাস কখনো এক নয়। এটা যে কোনো প্রাণীর দেহেই বাঁচতে পারে। কিন্তু প্রত্যেক প্রাণীর দেহেই এটা নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য আলাদা আলাদা মিউটেশন ঘটায়। তখন এগুলো বিভিন্ন প্রাণীর দেহে বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তাই করোনা ভাইরাসে আক্রান্ত বাঘের করোনা ভাইরাস আর মানব দেহের করোনা ভাইরাস এক হবেনা।
তাই কোনোরূপ ক্লিনিকাল ট্রায়াল ছাড়া এটা গণহারে প্রেসক্রাইব করা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। কারণ শ্বাসনালিতে ইথানল বাষ্প প্রবেশে শ্বাসনালির কোষের ভয়াবহ ক্ষতি হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সম্প্রতি ইরানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এই গুজবে কান দিয়ে ইথানল পান করে প্রায় ৬০০ লোক মারা গেছে। অনেকে আবার বলছেন ভদকা বা হুইসকির মতো এলকোহল পান করলে নাকি করোনা সেরে যায়। এ সংবাদে মদ্যপায়ীরা কি খুশি! কিন্তু তারা যা শুনে এ গুজব ছড়িয়েছেন তা হলো আলকোহল যুক্ত ওয়াইপ দিয়ে মুছলে করোনা ভাইরাস মারা যায়। কিন্তু সে ওয়াইপে থাকে ৭০% এর বেশী আলকোহল। কিন্তু তারা যে ভদকা বা হুইসকি বিপুল উৎসাহ উদ্যমে পান করছেন তাতে আলকোহল থাকে ৪০% এর নীচে। এতে কখনো করোনা ভাইরাস ধ্বংস হয়না।
আবার খুব করে গরম চা, আদা-রং চা বা পানি খেলে নাকি করোনা ভাইরাস মরে যায় অথবা সোজা পেটে চলে যায় এবং পেটে গেলেই নাকি পেটের এসিডে ভাইরাসের দফারফা। এর সাথে শোনা যাচ্ছে নানান ভেষজ চিকিৎসা আদা রসুন থেকে শুরু করে গরম মসলা লবন পানি মধু এমনকি থানকুনি পাতা পর্যন্ত কিছুই বাদ নেই। এগুলো শ্রেফ গুজব। করোনা ভাইরাস প্রতিরোধে এগুলো কোনো ভূমিকা রাখতে পারে এমন কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি। আরো শোনা যাচ্ছে ম্যালেরিয়ার ঔষধ (Hydroxychloroquine) হাইড্রোক্সিক্লোরোকুইন নাকি করোনা ভাইরাস সারিয়ে দিতে পারে। হ্যাঁ এটা ঠিক কোথাও কোথাও ডাক্তাররা এটি ব্যবহার করে কিছুটা সফলতা পেয়েছেন। তাই বলে যথাযথ পরীক্ষা নিরীক্ষা না করে কিছুতেই বলা সম্ভব নয় যে এতে পুরোপুরি এই রোগ সারতে পারে। কেননা বিজ্ঞানীরা এটা নিয়ে এখনো ব্যাপক কোনো পরীক্ষা নিরীক্ষা চালাননি।
বিজ্ঞানীরা যখন দিনরাত হন্যে হয়ে করোনা ভাইরাসের প্রতিষেধক বের করার জন্য মরিয়া হয়ে লড়ছেন তখন ডোনাল্ড ট্রাম্প গত মাসের ২১ তারিখে টুইটারে এসে লোকজনকে হঠাৎ এই হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকরিতা নিয়ে বিশাল জ্ঞান দিয়ে দিলেন। মনে হলো তিনি এক বিশাল বিজ্ঞানী ও গবেষক। ব্যাপারটা যতটানা হাস্যকর তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। কেননা এই গুজবের কারণে অনেক মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছেন। যত উঁচু স্তর থেকে ও বিশ্বাস যোগ্য সোর্স থেকে গুজব ছড়ায় তার ভয়াবহতাও তত বেশি হয়ে থাকে।
চীন, ইটালী, স্পেন, ফ্রান্স ও আমেরিকাসহ অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের উপমহাদেশের আক্রান্তের সংখ্যা অনেক কম। জানামতে এর পেছনে কারণ দুটো। প্রথমত সংক্রমণের ঢেউ এ দেশ গুলোতে এসেছে অনেক পরে আর দ্বিতীয়ত আমাদের দেশ গুলোর মোট জনসংখ্যার তুলনায় পরীক্ষা হয়েছে খুবই অল্প সংখ্যক। কিন্তু এই ব্যাপারটা অনেকে এই ভাবে ব্যাখ্যা করছেন যে, করোনা ভাইরাস গরম আর আদ্র আবহাওয়াতে টিকতে পারেনা বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কাজেই আমাদের বিপদের আশঙ্কা কম। কিন্তু এর পক্ষ এখনো কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া গরমাঞ্চলেও এ ভাইরাস ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। কাজেই এ কথার উপর ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকলে এবং যথেষ্ট পরিমাণ পরীক্ষা না করলে সামনে যে ঘোর বিপদ ঘনিয়ে আসছে এতে কোনো সন্দেহ নেই।
আরেকটা গুজব হল কমবয়সীরা নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়না। সুতরাং তাদের সতর্ক না হলেও চলবে। এমন ধারণার ভয়াবহতা কিন্তু কল্পনাতীত। সম্ভবত এ গুজবের প্রভাবেই বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত বেশির ভাগের বয়স সীমা ৪১ থেকে ৪৫ এর মধ্যে। বাংলাদেশে বেশির ভাগ তরুণরাই আক্রান্ত হচ্ছেন। নবজাতক থেকে বৃদ্ধ সবাই এ ভাইরাসে আক্রান্ত হতে পারে। কমবয়সী অনেকে ইতিমধ্যে মারাও গেছেন বিভিন্ন দেশে। যেহেতু অনেক আক্রান্ত ব্যক্তির মধ্যে এ রোগের লক্ষণ incubated বা সুপ্ত অবস্থায় থাকে তাই আপনি কমবয়েসী বা সুস্বাস্থ্যের অধিকারী বলে হয়তো নিজে বেঁচে যাবেন কিন্তু আপনার মাধ্যমে সংক্রমিত অনেকের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেখানে আপনার মা বাবা এবং নিকটাত্মীয়ও থাকতে পারেন। করোনা ভাইরাস যেমন বয়স বাছবিচার করেনা তেমনি ব্যাক্তি ও স্থানও বিচার করেনা। যেমন এই ব্যাক্তি খুব ভাল মানুষ কিংবা উনি রাজা বাদশাহ বা মন্ত্রী মিনিস্টার তাই উনাকে করোনা ভাইরাস ধরবেনা অথবা ঐ যায়গাটা খুব পবিত্র, মন্দির মসজিদ গির্জা বা প্যাগোডা তাই সেখান থেকে করোনা ছড়াবেনা এ ধরণের চিন্তা আত্মঘাতী। ভালমন্দ সব মানুষেরই অসুখ হয় এবং কোনো অসুখই আপনার ভক্তি বিশ্বাস অনুযায়ী পরিচালিত হয়না।
Corona Virus Disease-2019 বা সংক্ষেপে Covid-19 একটি অসুখ যা ভয়ংকর মাত্রায় ছোঁয়াচে। করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের কাছাকাছি গেলেই আপনিও এ রোগে আক্রান্ত হবেন। আর এই সংক্রমণ হতে পারে ঘর থেকে, চায়ের দোকান থেকে, সিনেমা হল বাজার উপাসনালয়সহ সব ধরণের জনসমাগম থেকে। এমনকি দুজন ব্যাক্তির ছয় ফুটের চেয়ে কম দূরত্বের দেখা সাক্ষাত থেকেও। এই মুহূর্তে ধর্ম পালন ও শেষকৃত্যানুষ্ঠান করতে হবে অতি সতর্কতার সহিত একা একা। কোনো ভাবেই জটলা তেরি করা যাবেনা।
আমাদের সরকার মহোদয় দেশে লকডাউন দিলেন নাকি সাধারণ ছুটি দিলেন তাও এখনো এক ধুম্রজাল সৃষ্টি করে রেখেছে। তাই সরকারকে অনতিবিলম্বে সামাজিক দূরত্ব এবং কোয়ারেন্টাইনসহ অন্যান্য জরুরি পালনীয় বিধিনিষেধ সম্বলিত দিক নির্দেশনা জারি করতে হবে। যথা শীঘ্র সম্ভব সরকারের ভেতরকার বিশৃংখলা এবং অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে হবে। গতকালের অনাকাঙিক্ষত জানাজা এবং ধারাবাহিক ত্রাণ চুরির ঘটনা গুলি সরকারের চরম অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ।
এদিকে সাধারণ জনগণের উচিৎ সরকারের নির্দেশনার আশায় বসে না থেকে নিজেরাই সব ধরণের জনসমাগম বন্ধে উদ্যোগী হওয়া। কারণ আপনি আমি অপেক্ষা করলেও করোনা ভাইরাস কিন্তু সরকারের নির্দেশনার অপেক্ষা করবেনা। আসলে করোনা ভাইরাস নিয়ে পৃথিবী ব্যাপী যে পরিমাণ ভুল ধারণা, বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে ছোট্ট এ লেখায় তা তুলে ধরা প্রায় অসম্ভব। আমাদের সমাজে এমনিতেই কুসংস্কারের ঘনবসতি। এই বিপদের দিনে তারাও ভাইরাসের মতো বংশবৃদ্ধি করবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই ভাইরাসের কোনো টিকা বা ওষুধ এখনো নেই। বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি কিছু বের করতে পারলেও এজন্য এখনো এক থেকে দেড় বছর সময় লাগবে।
এখন এই অবস্থায় দরকার বৈজ্ঞানিক ভাবে এই বিপদের স্বরূপ উদঘাটন করা। এসব গুজবে কান না দিয়ে হোমিওপ্যাথিক, কবিরাজি, বনাজি, হেকিমি বা অপরীক্ষিত, অবৈজ্ঞানিক সব কিছু বাদ দিয়ে শুধু মাত্র বিশ্বাস যোগ্য সোর্স থেকে তথ্য জোগাড় করা। নিয়ম মেনে সুস্থ থাকার যথাসাধ্য চেষ্টা করা। আমরা নিজেরা সচেতন না হলে সরকার প্রশাসন কোনো কিছুই আমাদের সচেতন করতে পারবেনা। তাই নিজে জানুন বুঝুন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবসহ আশেপাশের সবাইকে বুঝান এই ভয়াবহ বিপদের কথা। স্বার্থপরের মতো কেবল নিজে বাঁচার চেষ্টা না করে সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করুন। সুস্থ থাকুন ভাল থাকুন আর দয়া করে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখুন।
লেখকঃ
আব্দুর রব, ইতালী প্রবাসী।