বিয়ানীবাজার থেকে করোনা সন্দেহে আরেক তরুনের নমুনা সংগ্রহ, সিলেটে প্রেরন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থেকে করোনা ভাইরাসের মৃদু উপসর্গ থাকায় সন্দেহভাজন আরো এক তরুনের (২৫) নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ টিম। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রেরণ করেছেন।
বিয়ানীবাজার পৌর এলাকার বাসিন্দা এ তরুনের নমুনা সংগ্রহ করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদের নেতৃত্বাধীন ওই দলে অংশ নেন এমটিইপিআই তপন জ্যোতি ভট্টাচার্য্য, ল্যাব টেকনিশিয়ান সুজন অহির ও ওয়ার্ড বয় আকিব আলী। এটি বিয়ানীবাজার থেকে সংগৃহীত ২১তম নমুনা।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিয়ানীবাজার থেকে সর্বমোট .২০জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা জন্য ঢাকার আইইডিসিআর ল্যাব এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। পরে করোনা পরীক্ষা শেষে সেই ১৯জন সন্দেহভাজন ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসে।