বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার থেকে আরো একজন করোনা উপসর্গ রোগীর নমুনা সংগ্রহ করে সিলেটে প্রেরন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনা উপসর্গ থাকায় এক তরুনের নমুনা সংগ্রহ করেছেন বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। আজ শুক্রবার অসুস্থ তরুনের (২৫) বাড়ি থেকে নমুনা সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ, এমটিইপিআই তপনজ্যোতি ভট্টাচার্য্য, ল্যাব টেকনিশিয়ান সুজন অহির, ওয়ার্ড বয় আকিব আলী।
নমুনা সংগ্রহের কথা নিশ্চিত করেছেন মেডিকেল অফিসার আবু ইসহাক আজাদ।
উল্লেখ্য, এ পর্যন্ত বিয়ানীবাজার থেকে ১৯ জনের নমুনা সংগ্রহ করে প্রথমে আইইডিসিআর কেন্দ্রীয় ল্যাবে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়, তবে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পজিটিভ আসেনি অর্থাৎ কারো দেহে করোনা সংক্রমন পাওয়া যায়নি।