বিয়ানীবাজার সংবাদ
ব্রেকিং- ঢাকায় বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ কামরুল করোনা আক্রান্ত
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার সরকারি হাসপাতালের চিকিৎসক ডেন্টাল সার্জন ডাঃ কামরুল হাসান গত চার মাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উচ্চতর প্রশিক্ষণ এ আছেন। তিনি সেখানে ট্রেনিংয়ে থাকা অবস্থায় করোনা আক্রান্ত হয়েছেন বলে একটি সুত্র নিশ্চিত করেছে।
তিনি COVID19 পজিটিভ হওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
এব্যাপারে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিগত ৪ মাস থেকে ঢাকায় উচ্চতর প্রশিক্ষনের জন্য রয়েছে। উনার সাথে সাথে উনার স্ত্রীর ও জ্বর রয়েছে তাকে এখোনো পরীক্ষা করা হয়নি।