বিয়ানীবাজার সংবাদ

‘আমি ক্যান্সার আক্রান্ত সন্তানের পিতা’- নারায়নগঞ্জ থেকে ফেরা সেই ডাঃ আবুল কালাম যা জানালেন

বিয়ানীবাজার টাইমসঃ নারায়নগঞ্জ থেকে সদ্য বিয়ানীবাজারে ফেরা চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন গনমাধ্যমে সংবাদের ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান ব্যাখ্যা করেছেন।

সেখানে তিনি লিখেন,

আমি ক্যান্সারে আক্রান্ত ছেলের পিতা ডাক্তার মোঃ আবুল কালাম আজাদ।আমি মাতৃছায়া জেনারেল হাসপাতাল ত্রর মেডিকেল অফিসার।আমি সুনামের সহিত ১০ বছর যাবত বিয়ানীবাজার বাসীকে চিকিৎসা সেবা দিয়ে আসছি।আমি ২৪.০৩.২০২০ইং থেকে ১৫.০৪.২০২০ইং পর্যন্ত মাতৃছায়া জেনারেল হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়েছিলাম।আমার ছেলে আব্দুল্লাহ বিন আজাদ লিকুমিয়ায় আক্রান্ত।২০১৯ ইং সালে আমার ছেলে মুম্বাই (ভারত) টাটা মেমোরিয়াল হসপিটাল ত্র ৭ মাস থেকে চিকিৎসাদীন ছিল। ফলোআপ ত্রর জন্য ৩ মাস পর,পর আমার ছেলেকে নিয়ে মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটাল ত্র যেতে হয়।হসপিটালে আব্দুল্লাহ ত্রর ত্রপয়েনমেন্ট ছিল ১৩.০৪.২০২০ইং।আমাদের ফ্লাইট ছিল ১২.০৪.২০২০ইং কিন্তু করোনা ভাইরাস ত্রর কারনে ভারত সরকার সকল ফ্লাইট বাতিল করে। তাই আমি ১৩.০৪.২০২০ইং বিয়ানীবাজার আসি আপনাদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য।আমার বিয়ানীবাজার ত্র আসার বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশ,বিয়ানীবাজার উপজেলা প্রশাসন,বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য প্রশাসন অবগত আছেন।আমি বিয়ানীবাজার আসার পর থেকে সেচ্ছায় সপরিবারে হোম কোয়ারেন্টাইনে আছি।ভয় পাবেন না আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ত্র না।আমি ত্রই ২০ দিন রূপসী,তারাব পৌরসভা,রূপগঞ্জে অবস্থা করি।রূপগঞ্জে ত্রখন পর্যন্ত করোনা আক্রান্ত রুগী সনাক্ত হয়নি।আসুন আমার সবাই মিলে করোনা ভাইরাস(COVID-19) প্রতিরোধ করি।
#ভালো_থাকুক_বিয়ানীবাজার_বাসী।

 

 

Back to top button