বিয়ানীবাজার পৌর শহরে গলায় গামছা বেধে ছিনতাইয়ের চেষ্টা, অল্পতে বাঁচলেন ব্যাংক প্রহরী
নিজস্ব প্রতিবেদকঃ করোনার প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউন চলছে উপজেলা জুড়ে সন্ধ্যার পর ভুতুড়ে শহরে পরিনত হয় বিয়ানীবাজার। আর সেই ভুতুড়ে শহরের নিস্তব্ধতাকে কাজে লাগাতে চেষ্টা চালাচ্ছে ভ্রাম্যমান ছিনতাইকারিরা। গত সোমবার (১৩ এপ্রিল) পৌর শহরের ৬ নং ওয়ার্ডের দাস গ্রামে কালাচাঁন বাড়ির পাশের রাস্তা দিয়ে ব্যাংকের এক প্রহরী কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীর সম্মুখীন হোন।
এ সময় তার গলায় গামছা বেধে ছিনতাই এর চেষ্টা করে দুই বালক। তবে ঘটনাস্থল থেকে কোনো ক্রমে পালিয়ে নিজেকে রক্ষা করে ঐ প্রহরী। তবে সেই প্রহরীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে৷ তিনি তার পরিচয় প্রকাশ করতে রাজী হননি।
তবে দাস গ্রামের স্থানীয়রা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা ঘটনাটি ভুক্তভোগীর কাছ থেকে শুনে অনেকটা বিস্মিত। অঘোষিত লকডাউনে সন্ধ্যার পর জনমানবহীন হয়ে পড়ে বিয়ানীবাজারের গ্রামের রাস্তা গুলো। আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অপরাধীরা। তাদের দাবি পুলিশ টহল আরো বাড়ালে নিরাপদে থাকবে স্থানীয় মানুষ।