বিয়ানীবাজার সংবাদ

দেশে আক্রান্ত হাজার ছাড়িয়েছে, বিয়ানীবাজারে প্রয়োজন ছাড়া ঘুরাঘুরি বেড়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- করোনা ভাইরাসের ছোবল বাংলাদেশের উপর পড়েছে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। দেশের সবক’টি জেলা ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে এক উপজেলা থেকে আরেক উপজেলা প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। তবে এতো কিছুর মধ্যে বিয়ানীবাজারের পৌর শহরে প্রতিদিন প্রয়োজন ছাড়াই ঘুরে বেড়ান কয়েকশ তরুন।

এ ছাড়াও সবজি বাজার ও মাছ বাজারে প্রবেশ পথের রাস্তা আয়তনে ছোট হওয়ায় ঘা ঘষে বাজারে ডুকছেন মানুষ। বিশেষ করে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ ভীড় লক্ষ্য করা যায়। পুরো দেশে যখন আতংক বিরাজ করছে তখন বিয়ানীবাজারের মানুষের এ সব খামখেয়ালিতে খেসারত দিতে হতে পারে হাজারো মানুষের।

তবে দুপুর থেকে সেই সংখ্যা কমে আসে সন্ধ্যার পর দোকান পাঠ বন্ধ হলে ভুতুড়ে শহরে পরিনত হয় বিয়ানীবাজার। তবে বিজ্ঞজনদের মতে এখন থেকে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের মানুষ সচেতন না হলে খেসারত দিতে হবে খুব শীঘ্রই।

Back to top button