বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নারায়ানগঞ্জ ফেরত ডাঃ কালামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়

সোশ্যাল মিডিয়া ডেস্কঃ করোনা আতংকে কাপছে দেশ, লকডাউন হচ্ছে একের পর এক জেলা। তবে সিলেটে লকডাউনের মধ্যে বিয়ানীবাজারে নারায়নগঞ্জ ফেরত একজন প্রাইভেট চেম্বার করা চিকিৎসককে নিয়ে চলছে সমালোচনা ঝড়। তার বিরুদ্ধে অভিযোগ করোনার প্রাথমিক সময়ে বিয়ানীবাজার প্রবাসী অধ্যুশীত হওয়ায় করোনা ঝুকিতে স্বপরিবারে বিয়ানীবাজার ছেড়েছিলেন এই চিকিৎসক।

কিন্তু হঠাৎ করে নারায়নগঞ্জে করোনার প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেলে তিনি আবার লকডাউনের মধ্যে সিলেটে ফিরে আসেন। পরে প্রশাসন তাকে হোম কোয়ারাইন্টাইনে থাকার নির্দেশ দেন। তবে চিকিৎসকের এমন আচরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারি প্রতিবাদি হয়েছেন।

প্রবাসী সাংবাদিক ফয়সল মাহমুদ লিখেছেন,

বিয়ানীবাজারের একটি ক্লিনিকে কর্মরত ডাঃ আবুল কালাম আজাদ প্রবাসী অধ্যুষিত হওয়ায় বিয়ানীবাজার থেকে করোনার ভয়ে নারায়ানগঞ্জে চলে যান। নারায়ানগঞ্জে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় তিনি আবার বিয়ানীবাজারে চলে আসেন। তাকে বাসায় রাখতে আপত্তি জানায় মালিক পক্ষ । পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হস্তক্ষেপে হোম কোয়ারেন্টে রাখা হয়েছে।

রাজনীতিবিদ এডভোকেট আব্বাস উদ্দিন লিখেছেন,

আমাদের বিয়ানীবাজারে ডাঃ আবুল কালাম আজাদ নামে একজন ডাক্তার যিনি স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে কাজ করেন এবং ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করেন। তিনি বিয়ানীবাজার প্রবাসী অধ্যুষিত ভেবে পরিবার নিয়ে মাস খানেক আগে নিজের বাড়ি নারায়নগন্জ চলে যান। এখন নারায়নগন্জে প্রচুর করোনা আক্রান্ত সেজন্য তিনি স্বপরিবারে আবার বিয়ানীবাজারে ফিরে আসেন। যদিও স্বাস্থ্য প্রশাসন বর্তমান পরিস্থিতিতে তাকে আসতে নিষেধ করেছিলেন। এরপরও তিনি বিয়ানীবাজার এসে আবার চেম্বার শুরু করায় উদ্বেগ দেখা দেয়। পরে উপজেলা স্বাস্হ্য প্রশাসনের পক্ষ থেকে ডাঃ আবুল কালাম আজাদকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হয়।

তার এমন আচরনে স্থানীয় জনসাধারণের মধ্যো ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবী হলো উনাকে নারায়নগঞ্জে ফেরত পাঠাতে হবে।

মানুষের জন্যে মানুষ, একজন চিকিৎসক হয়ে এ নীতি বাক্য ভুলে তিনি যে আচরন করেছেন তাকে বিয়ানীবাজার ত্যাগ করার আহ্বান জানান অনেকে।

Back to top button