বিয়ানীবাজার সংবাদ

নিয়ম অমান্য করায় বিয়ানীবাজারে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ নিত্য পণ্যের দোকান ও ফার্মেসী ব্যাতিত কয়েকটি দোকান খোলা থাকায় ও বিকেল ৫ টার পর বন্ধের নির্দেশনা না মানায় বিয়ানীবাজারে ৫ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খুশনুর রুবাইয়াত মৌমিতা।

আজ রবিবার বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন দোকান পরিদর্শন করেন তিনি। এ সময় বিয়ানীবাজার টাইমসকে জানান, সরকারি নির্দেশনা কার্যকর করতে প্রতিনিয়ত তারা অভিযান চালিয়ে যাচ্ছেন যারা নির্দেশনা মানছে না তাদেরকে আইন অনুযায়ী অর্থদণ্ড করা হচ্ছে অনাদায়ে কারাদন্ড দেয়া হবে।

অভিযান কার্যক্রমে সেনাবাহিনী সহ প্রশাসনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় সচেতনতা সৃষ্টিতে সকলকে ঘরে থাকার আহবান করা হয় ও নিরাপদ দুরত্বে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়।

উল্লেখ্য,করোনা ভাইরাসে বিয়ানীবাজার থেকে মোট ১৯ জনের স্যাম্পল পাঠানো হয়েছে যার মধ্যে পূর্ববর্তী ৭ টি স্যাম্পল নেগেটিভ এসেছে।

Back to top button