বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে কঠোর অবস্থানে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রয়োজনীয় ছাড়া ঘর থেকে না বের হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর সেই নির্দেশনা অমান্য করে বিয়ানীবাজারে অনেকেই এখন ঘুরাঘুরি করছেন ফলে প্রতিনিয়ত বাড়ছে করোনার ঝুঁকি। সতর্কতা ও জনসমাগম রোধে কঠোর অবস্থানে বিয়ানীবাজারের সেনাবাহিনী। আজ রবিবার বিকেল থেকে প্রধান সড়কে কড়া নজরদারি বাড়িয়েছে তারা।
মাস্ক ও হান্ডগ্লাবস ব্যাবহার ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে জবাবদিহিতা করতে হচ্ছে সেনাবাহিনীকে। সেনাবাহিনীর টহলে বিকেলে লোকসমাগম অনেকটাই কমে আসে।
উল্লেখ্য,করোনা ভাইরাসে বিয়ানীবাজার থেকে মোট ১৯ জনের স্যাম্পল পাঠানো হয়েছে যার মধ্যে পূর্ববর্তী ৭ টি স্যাম্পল নেগেটিভ এসেছে।