বিয়ানীবাজার সংবাদ

মানবসেবায় বিয়ানীবাজারের দুই ডাক্তার ভাই-বোন, বাংলাদেশে এবং ইংল্যান্ডে যুদ্ধ করছেন করোনার সাথে

আহমদ ইফতেখারঃ ডা. শিব্বির আহমেদ সোহেল ও ডা. নাবিয়া সুলতানা লিজা। সম্পর্কে আপন দু ভাই-বোন। দুজনের পৈত্রিক বাড়ি বিয়ানীবাজার উপজেলার দাসউরা গ্রামের সেন্টার বাড়ি।

একজন দীর্ঘদিন থেকে বিয়ানীবাজারের ডায়াবেটিকস সেন্টারে রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন, অপরজন যুক্তরাজ্যের ওয়েস্ট বর্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

এই চরম আতঙ্কজনক মূহুর্তে এসেও তারা নিজেদের চিকিৎসা সেবা দেয়া থেকে ঘুটিয়ে নেন নি। দুজনই নিরলস ভাবে নিজ অবস্থান থেকে রুগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

জানা যায় ডা. নাবিয়া সুলতানা লিজার কর্মক্ষেত্র তথা ওয়েস্ট বর্ন হসপিটালে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক কভিড-১৯ করোনা আক্রান্ত রুগী ভর্তি হয়েছেন। এমনকি উক্ত হাসপাতালে কর্মরত কয়েকজন ডাক্তারও ইতোমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন।

ডা. শিব্বির আহমেদ সোহেল বলেন, “আমরা আমাদের মানবতাবোধ থেকেই এখনো রুগীদের সেবা দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।”

এই ভয়ানক পরিবেশেও কাজ চালিয়ে যাওয়ায় দুভাই-বোন সবার কাছ থেকে ভূয়সী প্রশংসা লাভ করছেন।

এছাড়াও দূর্যোগের এই সময় বিয়ানীবাজারে মানবসেবার ব্রত নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান, ডাঃ মাছুম আহমদ, ডাঃ আবু ইসহাক আজাদ, ডাঃ আহমদ হোসেন প্রমুখ।

Back to top button