বিয়ানীবাজার সংবাদ

সিলেটে লকডাউনে হঠাৎ বন্ধ বানিজ্যিক ব্যাংক, বিপাকে বিয়ানীবাজারসহ সব উপজেলার গ্রাহকরা

বিয়ানীবাজার টাইমসঃ শনিবার বিকাল থেকে সিলেট লকডাউন বলে ঘোষনা করেছেন জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম। লকডাউনের নিয়ম অনুসারে লকডাউন এলাকায় বন্ধ হয়ে যায় সব প্রাইভেট বানিজ্যিক ব্যাংক। তাই বিয়ানীবাজারে বন্ধ রয়েছে সবগুলো প্রাইভেট ব্যাংক অথচ প্রবাসী অধ্যুশীত বিয়ানীবাজারে বেশীরভাগ মানুষের এ্যাকাউন্ট প্রাইভেট ব্যাংকগুলোয় রয়েছে। এনিয়ে বিপাকে পড়েছেন ব্যাংকের গ্রাহকরা।

অনেকেই না জেনেই আজ এসেছেন ব্যাংকে টাকা তুলতে, এসে শুনেছেন ব্যাংক বন্ধ। ব্যাংকে টাকা তুলতে আসা শামসুল ইসলাম জানান, তিনি ইসলামী ব্যাংকের গ্রাহক তার এটিএম কার্ড নেই সাধারনত তিনি চেক দিয়েই লেনদেন করেন। আজ টাকা তুলতে এসে দেখেন ব্যাংক বন্ধ, এব্যাপারে তার জানা ছিলোনা। শুধু তিনি নন সকালে ইসলামী ব্যাংকের সামনে অনেক গ্রাহককে ভিড় করতে দেখা যায়।

একই অবস্থা অন্যান্য ব্যাংকের সামনে, টাকা তুলতে না পারলে অনেক মানুষ স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন জানিয়ে আরেকজন গ্রাহক বলেন সপ্তাহে অন্তত দুইদিন ব্যাংক খোলা রাখা প্রয়োজন ছিলো।

এব্যাপারে বিয়ানীবাজারে অবস্থিত ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক তানভীর আহমদ চৌধুরী জানান, রবিবার থেকে ব্যাংক স্বাভাবিকভাবেই খোলার কথা তবে সিলেট জেলা লকডাউন ঘোষনার কারনে ব্যাংক বন্ধ রয়েছে। তিনি গ্রাহকদের এটিএম বুথ ব্যবহারের পরামর্শ দেন।

Back to top button