বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে করোনা আইসোলেশন সেন্টারে ১১জন, পাঠানো হচ্ছে নমুনা
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বাহিরের বিভিন্ন জেলা থেকে আসা এমন ১১জন ব্যাক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে আনা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, আইসোলেশনে ১১জনকে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃত সকলেই সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে বিয়ানীবাজারে ফিরেছেন। তাদের মধ্যে করোনা ভাইরাস আছে কি না আমরা জানি না-তাই আমরা কোন ঝুঁকি নিতে চাই না। তাদের সবাইকেই আমরা হাসপাতালের আইসোলেশনে নিয়ে এসেছি। রিপোর্ট নেগেটিভ আসলে তাদেরকে আইসোলেশন সেন্টার থেকে ছাড়া হবে।