বিয়ানীবাজার সংবাদ

নিস্তব্ধ বিয়ানীবাজারে বাতাসে প্রাণ ভরে নিশ্বাস নিচ্ছে বোবা প্রানীরা

মহসিন রনিঃ চেনা শহরটা যেন কেমন অচেনা হয়েগেছে, সন্ধ্যা হলে লোকজনের দেখা মেলেনা। বেশ হলে কয়েকটি বোবা প্রাণীদের শহরটাকে মাতিয়ে রাখতে দেখা যায়। এ যেন নিস্তব্ধ শহরে প্রাণ ফেরানোর চেষ্টায় মেতে উঠে এক ঝাক বোবা প্রাণী (কুকুর)। বৈশাখীর আগাম বার্তা বাতাসে প্রাণ ভরে নিশ্বাস নিচ্ছে তারা।

করোনার প্রাদুর্ভাবে হোটেল গুলো আগের মতো খোলা নেই দরিদ্র মানুষের সাথে পেটে টান পড়েছে এই বোবা প্রাণী গুলোর তবে তারা মুখ ফুটে বলতে পারেনা। সারাদিন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘেউ ঘেউ শব্দে চিৎকার দিয়ে উঠে আমাকে খাবার দাও।

সন্ধ্যার পর থেকেই ভুতুড়ে শহরে পরিনত হয় বিয়ানীবাজার। প্রধান সড়কের চিত্র দেখে মনে হবে ভোর রাতে কেউ যেন ভুল করে ঘুম থেকে উঠে চলে এসেছেন। তবে বাতাসে স্বস্তির নিশ্বাস নিচ্ছে বিয়ানীবাজার আর অপেক্ষায় আবার কবে সে তার চের চেনা রূপে ফিরবে।

এত কিছুর মধ্যে কেমন আছে বিয়ানীবাজার উত্তরটা হতে পারে সবাই ভালো আছে তবে দরিদ্র মানুষদের সাথে আসলেই কি ভালো আছে এই বোবা প্রানী গুলো ক’দিন আগে যাদের খাবারের শেষ ভরসা ছিল হোটেলর পচা খাবার। তাই তো বাতাসে শহরের এক কোণে বসে চির চেনা বিয়ানীবাজারের রূপ দেখার অপেক্ষায় এই প্রাণী গুলো।

Back to top button