বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে তাবলীগফেরত ব্যাক্তিদের নিয়ে এলাকায় এলাকায় আ’তং’ক

বিয়ানীবাজার টাইমসঃ করোনা প্রতিরোধের কারনে গত ২৬ এপ্রিল থেকে সারাদেশে গনজমায়েত ও গনপরিবহন বন্ধ রয়েছে। তবে তা বন্ধ দেশব্যাপী তাবলীগের বিভিন্ন গ্রুপ চিল্লায় ছিলো। দেরীতে তাবলীগ জামাতের কার্যক্রম বন্ধ করায় দেশের বিভিন্ন জেলা থেকে এলাকায় ফিরছেন তাবলীগের সদস্যরা। তাতে বিয়ানীবাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়ছে।

অনেকেই আবার তাবলীগ থেকে ফিরে হোম কোয়ারাইন্টাইনের নিয়ম না মেনে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। শুক্রবার (১১ এপ্রিল) এরকম কয়েকটি কল আসে প্রতিবেদকের কাছে। লাউতা এলাকার বারইগ্রাম গাংপার, কমলাবাড়ি, দক্ষিন পাড়িয়াবহর (নাওয়ালা), কাংলী এলাকার কয়েকজন দীর্ঘদিন পর এলাকায় ফিরে এসেছেন। সামাজিক সম্পর্ক বিনষ্ট তাই সরাসরি কেউ কিছু না বললেও স্থানীয় জনপ্রতিনিধির কাছে এর প্রতিকার চাচ্ছেন।

এব্যাপার লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, শুক্রবার রাতে প্রশাসনের লোকজন নিয়ে এরকম দুইজনকে হোম কোয়ারাইন্টান নিশ্চিত করা হয়েছে। আরো যারা আছে তাদের খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বিয়ানীবাজার টাইমসকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ইতিমধ্যে তাদের বাড়িতে গেছে। তারা যদি হোম কোয়ারাইন্টাইন না মানেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Back to top button