বিয়ানীবাজারে গ্রামে গ্রামে বিকেলে ঘা ঘষে ফুটবল খেলায় মেতে উঠে তরুনরা!
মহসিন রনিঃ বিয়ানীবাজার উপজেলা প্রশাসন থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনেক আগে জনসমাগম কিংবা সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। তবে দিন দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ইতিমধ্যে সে সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।
করোনার প্রাদুর্ভাবে নিষ্প্রাণ যখন পুরো শহর তখন বিয়ানীবাজারের বেশ কয়েকটি গ্রামে বিকেল হলে ঘা ঘষে ফুটবল খেলায় মেতে উঠে তরুনরা। যেখানে বলা হচ্ছে করোনা ভাইরাস সংক্রামক রোগ সামাজিক দুরত্ব ও পরিষ্কার পরিচ্ছন্নতা সেই সাথে ঘর থাকলে মুক্তি মিলতে পারেই এই রোগ থেকে সেখানে প্রতিদিন বিকেলে ফুটবল খেলায় মেতে উঠছে শত শত তরুন।
বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামে এখন প্রতিদিন বিকেলের একই চিত্র দেখা যায়। স্থানীয় সুত্রে জানা যায় পুলিশ কয়েকবার গিয়ে বাধা দিয়ে আসলে সাময়িক বন্ধ থাকে তার পর আবারো যেই লাউ সেই কদু। তবে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে প্রতিদিন বিকেলে তরুনদের এই মিলন মেলা প্রমাণ করে কতটা সচেতন এই অঞ্চলের মানুষ।
তবে মুদ্রার উল্টো পিঠে বেশ কয়েকটি গ্রাম যেগুলোতে ইতিমধ্যে সেচ্ছায় লকডাউন ঘোষণা করা হয়েছে এবং রাস্তার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়েছে।
দিন দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে সচেতন না হলে খেসারত দিতে হতে পারে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের মানুষের।