বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নতুন করে একজন বৃদ্ধের নমুনা সংগ্রহ, ৬জনের রিপোর্টের অপেক্ষা!

বিয়ানীবাজার টাইমসঃ ক’রোনার সব উপসর্গ থাকায় বিয়ানীবাজার মাথিউরা এলাকা থেকে আরেক বৃদ্ধের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বশীলরা।

বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন।

গত কয়েকদিন থেকে ওই বৃদ্ধের করোনাভাইরাসের উপস্বর্গ জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা দেখা দেয়। তাদের শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করেন। তিনি হাসপাতালের দায়িত্বশীলদের যোগাযোগ করে নমুনা সংগ্রহ করার অনুরোধ করেছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, এ পর্যন্ত ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। একজনের ফলাফল নেগেটিভ এসেছে, বাকীদের ফলাফলের অপেক্ষায় রয়েছি আমরা।

Back to top button