বিয়ানীবাজারে প্রতিদিন সকালে নিত্য পণ্য কিনতে ভীড় করেন কয়েকশো মানুষ
নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউন চলছে বিয়ানীবাজারে। সকাল থেকে রাত পর্যন্ত থানা পুলিশ ও সেনাবাহিনীর কড়া নজরদারিতে কেউ পার পাননা। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের অজুহাতে সকালের দিকে কয়েকশো মানুষ ভীড় জমান বাজারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখে সেই সংখ্যা সাথে সাথেই কমে আসে। সকালে এভাবে লুকোচুরি খেলেন এখানকার মানুষরা। তবে থানার দায়িত্বশীলদের সামনে কি কারনে বাজারে এসেছেন সেই উত্তর দিতে ব্যার্থ।
সকালে লোকসমাগম থাকলে দুপুর থেকে ভুতুড়ে শহরে পরিনত হয় বিয়ানীবাজার। বিকেল ৫ টার পর ফার্মেসী ব্যাতিত সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিয়ানীবাজার থানা পুলিশ।
এদিকে করোনার প্রকোপ থেকে মুক্তি পেতে বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে সেচ্ছায় লকডাউন করেছে এলাকাবাসী। যার ফলে এলাকায় বহিরাগত প্রবেশ বন্ধ রয়েছে।