বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ঘরে বসেই মিলবে জরুরী ঔষধ

বিয়ানীবাজারঃ বর্তমানে করোনা মহামারি ভয়ানক আকার ধারণ করেছে।বাংলাদেশে গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২১৮। মারা গেছেন ২০ জন। নতুন করে কেউ সুস্থ হয়ে না উঠায় সুস্থের সংখ্যা ৩৩ জনই।

বিয়ানীবাজারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে,একজনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ৫ জনের ফলাফল এখনো আসেনি।তাই সাধারণ মানুষকে কে এই ভাইরাস থেকে রক্ষা করতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ফ্রি ডেলিভারি চার্জে গ্রাহকের ঠিকানায় ঔষধ পৌঁছে দিবে বিয়ানীবাজার ডায়াবেটিস এন্ড হরমোন সেন্টার।

বিয়ানীবাজার ডায়াবেটিস এন্ড হরমোন সেন্টারের পরিচালক, ডাক্তার শিব্বির আহমদ সোহেল (ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ) জানান , আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করলে গ্রাহকের কাছ থেকে অগ্রিম কোন চার্জ নিব না।ঔষধ হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করা যাবে। এবং আমাদের প্রতিষ্ঠান মেসার্স হক ফার্মেসী’র মোবাইল মোবাইল নংঃ 01833070851 , তিনি সকলকে এই সুবিধা গ্রহনের আহবান জানান। সকলের জ্ঞ্যতার্থে তিনি আরো জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে ডায়াবেটিস ,হৃদ রোগ ,স্ট্রোক, প্রেসারের রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে।কারণ এইসব রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। সেজন্য এসব রোগীদের ঘরের বাইরে না যাওয়াই উত্তম। বিশেষ প্রয়োজনে আমাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করুন।

অতি ইমার্জেন্সি হলে দেখা করবেন। উপরোক্ত বর্নিত রোগীরা যাদের ফ্যামিলিতে রয়েছেন, অন্য সদস্য এই ফ্যামিলির বাহিরে আসলে ঘরে যাওয়ার পর ভালোভাবে হাত ,মুখ,পা ধৌত করে ঘরে প্রবেশ করবেন।যাদের ঔষধের প্রয়োজন তারা ঘরে বসে আমাদের নাম্বারে যোগাযোগ করুন অথবা প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপ ঐ পাঠিয়ে দিন। আপনাদের জন্য রয়েছে ফ্রী ডেলিভারি। ঔষধ হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন। আমাদের এই সেবা এইজন্য , যাতে করে আপনার ঘর থেকে বাহির না হওয়া লাগে। ঘরে থাকুন,নিরাপদে থাকুন,সুস্থ থাকুন।

Back to top button