বিয়ানীবাজার সংবাদ

বড়লেখা-গোলাপগঞ্জে নিজ উদ্দ্যোগে গ্রামের পর লকডাউন হচ্ছে, বিয়ানীবাজার কবে?

বিয়ানীবাজার টাইমসঃ করোনা ভাইরাস আতংকে বিয়ানীবাজারের পার্শ্ববর্তী বড়লেখা এবং গোলাপগঞ্জ থানার গ্রামের পর গ্রাম নিজেদের উদ্দ্যোগে লকডাউন করছে এলাকাবাসী। শুধু উপজেলায় নয় সিলেট নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা লক ডাউন করছে স্থানীয় মানুষ অথচ প্রবাসী অধ্যুশীত বিয়ানীবাজারের কোথাও এখন পর্যন্ত কোনো গ্রাম লকডাউন করার খবর পাওয়া যায়নি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্নভাবে তরুনরা গ্রাম লকডাউনের ব্যাপারে দাবী জানাচ্ছে। সিলেটে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলে পুরো সিলেটজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এরপর থেকে লকডাউনের ব্যাপারে প্রশাসন থেকে নির্দেশ আসবে এমনটাই আশা ছিলো মানুষের। তবে প্রশাসন থেকে নির্দেশনা না আসায় বিভিন্ন উপজেলার তরুনরা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এলাকার পর এলাকা লকডাউন করছেন।

এব্যাপারে বিয়ানীবাজার লাউতা এলাকার তরুন রেজাউল করিম পাবলু জানান, প্রশাসনের অপেক্ষা না করে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে যত তড়িৎ সম্ভব গ্রামগুলো লকডাউন করা দরকার।

ইতিমধ্যে বিয়ানীবাজার থেকে ৪জনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়, একজনের ফলাফল নেগেটিভ এসেছে বাকী তিনজনের দুইজন পৌর এলাকার বলে জানা গেছে।

লকডাউনের ব্যাপারে জানতে চাইলে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর জানান, ঘরে নিরাপদে থাকার প্রশাসনের আহ্বানে বিয়ানীবাজারের মানুষ অনেকটা চলাফেরা সীমাবদ্ধ করেছে। লকডাউনের ব্যাপারে এখোনো কোনো দাবী আসেনি পৌর এলাকার কোনো গ্রামে। এরকম দাবী আসলে যৌক্তিকভাবে সবাইকে সহযোগীতা করা হবে।

Back to top button