বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বাড়িতে নামায পড়তে মসজিদে মসজিদে ঘোষনা, মানছেন কি মানুষ?

বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী মসজিদে ৫ ওয়াক্ত নামাযে ইমাম-মোয়াজ্জিনসহ সর্বোচ্চ ৫জন জামাতে নামায আদায় করতে পারবেন আর জুমার দিন সর্বোচ্চ ১০জন নামাযের জামাতে উপস্তিত থাকতে পারবেন।

সরকারের এই নির্দেশনার সাথে দেশের আলেমরাও একাত্ততা ঘোষনা করে বিবৃতি দিয়েছেন। এমন নির্দেশনা পাওয়ার পর বিয়ানীবাজারে মসজিদে মসজিদে মানুষকে মসজিদে না এসে বাসায় নামায আদায় করতে বলা হচ্ছে। তবে সত্যি কি এমন নির্দেশনা মানছে মানুষ?

পর্যবেক্ষনে দেখা গেছে পৌর এলাকার কয়েকটি মসজিদে দৃশ্যত প্রশাসনের নির্দেশনা মেনে নামায চললেও বেশীর ভাগ গ্রামাঞ্চলের চিত্র ভিন্ন। গ্রামাঞ্চলে ইমামরা সরাসরি নিষেধও করতে পারেননা স্থানীয় মোড়লদের চাপে। একারনে অনেকটা বাধ্য হয়েই সরকারি নির্দেশনা না মেনেই এখন পর্যন্ত নামায পড়াচ্ছেন বেশীরভাগ মানুষ।

তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েক মসজিদের ইমাম মুঠোফোনে জানিয়েছেন, তরুনরা অনেকাংশে সচেতন হয়ে গেলেও বৃদ্ধরা এসব নিয়ম-নীতিকে পাত্তাই দিচ্ছেন না। তারা উল্টো দাবী করেন আল্লাহর ইচ্ছায় যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান তাতে তাদের দুঃখ নেই। ধর্মীয় অনুভুতি অনেকটা স্পর্শকাতর বিষয় হওয়ায় ইমামরা বাধা দিচ্ছেন না বৃদ্ধদের, অনেকটা বাধ্য হয়েই তারা তাদের নিয়েই জামাত আদায় করছেন।

তবে কয়েকটি এলাকায় ভিন্ন চিত্র দেখা গেছে অনেকেই নিজ উদ্দ্যোগে মসজিদে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম জামে মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ জানান, সরকারের নির্দেশনার পর অনেকাংশে মসজিদে লোকসমাগম কমে গেছে।

Back to top button