বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের পাশে বন্ধু মহল

বিয়ানীবাজার: প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে জীবিকা নির্বাহের জন্য অনেক মানুষ ছুটে আসেন কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দরিদ্রদের পাশাপাশি জনজীবন থমকে গেছে মধ্যবিত্তদের। যারা দিন আনতেন দিন খেতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে কাউকে লজ্জায় বলতে পারছেন না? তাদের জন্য এগিয়ে এলো বিয়ানীবাজারের বন্ধু মহল ২০০৭ ও ২০০৮ ব্যাচের সকল।

আজ শুক্রবার সন্ধ্যায় দোয়া মাহফিলের মাধ্যমে বন্ধু মহল১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন। ইভেন্টের উদ্যোগতা ছালেখ হোসেন জানান, কোনো প্রকার ছবি তুলা ছাড়াই তারা তাদের এই কার্যক্রম পরিচালনা করছেন। যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেনা ততদিন তাদের এই ইভেন্ট কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বন্ধু মহলের সকল প্রবাসী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জন জীবন থমকে গেছে ইতিমধ্যে বাংলাদেশে এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৭০ এবং মৃতের সংখ্যা ৮ জন।

Back to top button