বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বার্তা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে দাসউরা নয়াবাড়ি প্রাঙ্গণে ‘বার্তা ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতায় এবং সূর্য তরুণ যুব সমবায় সমিতির উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দুঃস্থ ও শ্রমজীবীদের মধ্যে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো আব্দুস শুকুর, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ ‘৯৫ এর ক্রীড়া সম্পাদক এবং জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, বিয়ানীবাজার উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক।

এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, আয়ারল্যান্ড প্রবাসী সাহাব উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক মো. জহির উদ্দিন, সাংবাদিক তোফায়েল আহমেদ ও শহিদুল ইসলাম সাজু, উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম ফরহাদ, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান টিপু, সাবেক ছাত্রনেতা ওয়াহিদুর রহমান টিটন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কেএইচ সুমন, বেলাল আহমদ।

এ সময় সূর্য তরুণ যুব সমবায় সমিতির সভাপতি ইউপি সদস্য হোসেন আহমদ, কোষাধ্যক্ষ তুহিন আমিন, ইতালি প্রবাসী সাহেদ আহমদ শাওন, জবলু হোসেন, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান আশরাফ, জুনেদ আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাহিদুর রহমান, আবিদুর রহমান ত্রাণ বিতরণ কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেন।

বিয়ানীবাজার বার্তা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদ জানান, এ ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনহিতকর নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ কিছু মানুষের হাতে অতিথিবৃন্দ ত্রাণ তুলে দিয়েছেন। এ তালিকার অপর উপকারভোগীদের বাড়িতে সমিতির সদস্যরা রাতে ত্রাণ পৌছে দিবেন।

সাংবাদিক ছাদেক আহমদ আজাদ জাতির এই কঠিন মুহূর্তে অসহায় মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

Back to top button