বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনা উপসর্গ দেখা দিলে নিজ বাড়ি থেকেই নেয়া হবে নমুনা

বিয়ানীবাজার টাইমসঃ প্রধানমন্ত্রীর নির্দেশের পর পুরো দেশে উপজেলা থেকে করোনা উপসর্গ আছে এমন ব্যাক্তিদের নমুনা সংগ্রহ আক্রান্তের বাড়ি থেকে নেয়ার ঘোষনা দিয়েছে প্রবাসী অধ্যুসীত বিয়ানীবাজার উপজেলায়।

আগামীকাল থেকে আক্রান্ত হওয়ার উপসর্গ রয়েছে এমন ব্যক্তির বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা। হাসপাতালে না এসে হটলাইন নম্বরে ফোন করে জানালেই বাসায় গিয়ে তারা নমুনা সংগ্রহ করবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, বাড়ি বাড়ি গিয়ে করোনা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করতে আমরা প্রস্তুত রয়েছি। এক্ষেত্রে রোগী প্রথমে আমাদের হটলাইন নম্বরে (০১৭৩০-৩২৪৭৫০) ফোন করে বিস্তারিত জানাবেন। এরপর উপসর্গ পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী আমাদের একটি টিম সন্দেহজনক রোগীর বাড়িতে গিয়েই নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে।

Back to top button