বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে নিজের মালিকানাধীন কলোনীর ভাড়া মওকুফ করলেন মাহমুদ সামী কামাল
বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশে করোনার সংক্রমন ঠেকাতে বন্ধ রয়েছে সব যানবাহন এবং দোকানপাঠ। এতে অনেকটাই বিপাকে পড়েছেন সাধারন মানুষ।
তাই খেটে খাওয়া মানুষদের পাশে দাড়াচ্ছেন বিভিন্নজন বিভিন্নভাবে। এরই ধারাবাহিকতায় নিজের মালিকানাধীন কলোনীর চলিত মাসের ভাড়া মওকুফ করলেন বিয়ানীবাজারের মাহমুদ সামি কামাল।
তিনি বিয়ানীবাজার টাইমসকে জানান, আমার মালিকাধীন একটি কলোনীতে ১০টি পরিবার থাকে। নিশ্চয়ই করোনার প্রভাবে তাদের জীবনযাপনের ব্যায় আয় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে, তাই আমি এমন সিন্ধান্ত নিয়েছি। আমার এ ঘোষনার পর আশা করবো প্রবাসী অধ্যুশীত এই বিয়ানীবাজারে অনেকেই মানবতা দেখিয়ে মানুষের পাশে দাঁড়াবেন।