বিয়ানীবাজার সংবাদ
যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে বিয়ানীবাজার পৌরসভায় ১০টি ডাস্টবিন স্থাপন
বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে ও হাজী বাজিদুর রহমান সন্স এন্ড ট্রাস্ট এর আর্থিক সহযোগিতায় ১০ টি ডাস্টবিন আজ (২৫ মার্চ) বুধবার সাকল ১১ঃ৩০ ঘটিকায় পৌরসভা কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃআব্দুস শুকুর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বাজিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ০২ নাজিম উদ্দিন, কাউন্সিলর শাহাব উদ্দিন সংরক্ষিত কাউন্সিলর মরিয়ম বেগম মালেকা বেগম পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যণার্জী,প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, পৌর আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান টিপু প্রমূখ।
উদ্বোধন শেষে পৌরসভা কার্যালয়ে আলহাজ্ব বাজিদুর রহমান কে ধন্যবাদ পত্র হস্তান্তর করেন পৌর মেয়র মোঃআব্দুস শুকুর সহ কাউন্সিলর বৃন্দ।