বিয়ানীবাজারে করোনায় ফাঁকা শহর, রাস্তাঘাট প্রায় মানুষশূন্য
স্টাফ রিপোর্টারঃঃ একে অপরের শরীর ঘেঁষে চলাচল করছে শত শত মানুষ, আর রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি—বিয়ানীবাজার পৌর শহরের চিরচেনা দৃশ্য এটি। কিন্তু আজ শনিবার ছিল বিপরীত চিত্র। রাস্তায় দেখা গেছে হাতে গোনা কিছু মানুষ। যানবাহন চলাচলও ছিল সীমিত। গতকাল শুক্রবার ছুটির দিন ছিল আরও ফাঁকা।
শুধু পৌরশহরই নয়, পুরো উপজেলাজুড়ে মানুষের উপস্থিতি একেবারেই কমে গেছে। করোনাভাইরাসের আতঙ্কে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। তাই দিনের বেলাও পুরো এলাকা ‘নিরাই’ (ফাঁকা) থাকে।
গত বৃহস্পতিবার সকাল, দুপুর ও বিকেলে তিন দফা সরেজমিনে দেখা গেছে, বিয়ানীনীবাজার পৌর শহরে অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আর বিপণিবিতানগুলো খোলা ছিল। তবে সবখানেই মানুষের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে ছিল অনেক কম।
আজ শনিবার ছুটির দিন হওয়ায় এলাকার রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। ফুটপাত ছাড়া ছোট-বড় বিপণিবিতানগুলো ছিল বন্ধ। তবে মসজিদগুলোতে বিপরীত চিত্র দেখা গেছে। শহরের প্রায় প্রতিটি মসজিদেই ছিল মুসল্লিদের ভিড়। পৌর শহরের উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও দক্ষিণ বাজারে মোকাম মসজিদে প্রতি নামাজেই মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে ব্যবসায়ী শাহীন আহমদ জানান, ধর্মীয় বিশ্বাস ও অনুভূতি থেকেই সব সময়ের রেওয়াজ অনুযায়ী মানুষজন মসজিদে নামাজ পড়তে এসেছেন।
সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে উঠে দেখা গেছে, ২৩ জন যাত্রী নিজেদের সিটে বসে আছেন। এর মধ্যে অধিকাংশেরই মুখে মাস্ক আছে। একজন যাত্রী একটু পরপর জীবাণুনাশক ‘হেক্সিসল’ দিয়ে হাত পরিষ্কার করছিলেন। ফরিদ উদ্দিন নামের এক যাত্রী বলেন, ‘আমি সিলেটে একটি দোকানে বিক্রয় ব্যবস্থাপকের কাজ করি। করোনার ভয়ে এখন বাসে চড়তেও ভয় হচ্ছে।’ কোন মানুষের শরীরে করোনার উপস্থিতি তা তো বলামুশকিল।
সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আয়োজকেরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আমান উদ্দিন বলেন, ‘করোনার বিস্তার রোধে আতংকিত না হয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে আপনার সচেতনতাই পারে পুরো জাতিকে বাচতে পারে।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, সবাইকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। জনসমাগম অবশ্যই এড়িয়ে চলতে হবে। বারবার সাবানপানি দিয়ে হাত ধুতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না বেরোন। করোনার লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবেন।