বিয়ানীবাজার সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিয়ানীবাজারের মিষ্টান্নের দোকানগুলোতে কেক বিক্রির হিড়িক

বিয়ানীবাজার টাইমসঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিয়ানীবাজারে অভিযাত মিষ্টান্ন দোকানগুলোতে কেক বিক্রির হিড়িক পড়েছে। পুরো উপজেলাজুড়ে প্রায় ২ শতাধিক কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘটন ও বানিজ্যিক প্রতিষ্ঠান।

অভিযাত মিষ্টান্ন ভান্ডার বনফুল, ফুলকলি, মধুবন, ফিজাসহ কয়েকটি দোকানে বিভিন্ন রং বেরংয়ের সুন্দর কেকে সাজানো অবস্থায় দেখা যায়।

ফুলকলি মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজারের দায়িত্বে থাকা সামিদ জানান, তাদের মিষ্টির দোকানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২২টি কেকের অর্ডার হয়েছে।

এদিকে, বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।

Back to top button