বিয়ানীবাজার সংবাদ

মুজিববর্ষের অনুষ্ঠানের পরিবর্তিত সূচি জানালো বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগ

বিয়ানীবাজার টাইমসঃ বৈশ্বিক ও জাতীয়ভাবে করোনা ভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর পরিবর্তিত সূচি গনমাধ্যমে জানিয়েছে বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগ।

গতকাল রবিবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার হলরুমে বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবাদ আহমদ সংবাদ সম্মেলনে এই পরিবর্তিত সূচি জানান।

পরিবর্তিত সূচি অনুযায়ী সোমবার দিবাগত রাত ১২/০১ এর পরিবর্তে মঙ্গলবার (১৭ মার্চ) রাত রাত ৮.৪০ মিনিটে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আঁতশবাজি করা হবে। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, জন্মশতবর্ষের কেক কাটা, শোভাযাত্রা এবং  প্রজ্জ্বলন করা হবে।

এছাড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান মুজিব বর্ষের একটি সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মুছব্বির আলী, শহীদ আলী, কাউন্সিলর নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, লায়েক আহমদ, মোস্তাক আহমদ, খালেদ আহমদ, আব্দুছ সালাম, মামুর রশিদ প্রমুখ।

Back to top button