বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের বারইগ্রাম বাজার, যেখানে প্রতিযোগীতা করে দখল হয় সরকারি জায়গা

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীর পারে অবস্থিত বাজার বারইগ্রাম বাজার। দীর্ঘদিন থেকে সেই বাজারে প্রতিযোগীতা করে দখল হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের জায়গা। প্রভাবশালীদের ছত্রছায়ায় গরীব মানুষ আখ্যা দিয়ে প্রতিনিয়ত দখল করে বানানো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (১৪ মার্চ) নির্ধারিত রিক্সা স্ট্যান্ডের জায়গার উপর রিক্সা শ্রমিক সমিতির অফিসের নামে ভুমি দখল করে স্থাপনা নির্মাণ শুরু করলে এলাকাোয এ নিয়ে বিরুপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা।

তবে রিক্সা শ্রমিকদের দাবী পুরো বাজার দখল করে রেখেছে প্রভাবশালীরা, প্রভাবশালীরা দখল করলে সমস্যা হয়না অথচ আমরা গরীব রিক্সাচালক আমাদের নির্ধারিত জায়গায় অফিস করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি। তাদের দাবী উচ্ছেদ করলে সবাইকে উচ্ছেদ করতে হবে।

সরেজমিনে উপজেলার এ বাজারটি ঘুরে দেখা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজার ও আশপাশ এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা প্রতিযোগিতামুলক ভাবে দখল করছে। প্রভাবশালী চক্র বিভিন্ন ব্যানারে মুল্যবান ভুমি দখল করে বানাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান । অথচ পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে রহস্যজনক কারনে বারইগ্রাম বাজারের ব্যাপারে ম্যানেজ হয়ে যায় সড়ক ও জনপথ বিভাগ। বাজারের প্রবেশমুখে খাল ভরাট করে গড়ে উঠেছে গরুর ব্যাবসায়ীদের বাথান, বিপদজন মোড়ে এরকম দখলের কারনে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

বিভিন্ন সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অস্থায়ীভাবে বসবাস করে আসছেন আব্দুল গফুর বলাই নামের এক সাবেক কর্মচারি। তাকে ম্যানেজ করে প্রাথমিকভাবে দখলদাররা জায়গা দখল করে, এখবর উপর মহল পর্যন্ত পৌছায়না। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এখানে প্রভাবশালীদের কাছে অসহায়, বাধা দিলেও জোর করে জায়গা দখল করে দখলদাররা। আর দখলের ব্যাপারে বিস্তারিত তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

দখলদারদের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন সাবেক ছাত্রলীগ নেতারা। সাবেক ছাত্রলীগ অনেক নেতা এনিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনদিন বারইগ্রাম বাজার দখলদারদের অভয়ারন্যে পরিনত হচ্ছে। দিনেদুপুরে দখল হচ্ছে বাজারের সরকারি জায়গা, তারা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে বারইগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নিজামুল হক নাজিম বলেন, দখল সম্পর্কে আমি অবগত রয়েছি। এ নিয়ে রিক্সা সমিতির সাথে কথা বলেছি। তারা বলেছেন, তারা নাকি সরকার থেকে অনুমোদন নিয়েই তাদের কার্যালয় বানাচ্ছেন। নিজামুল হক নিজাম জানান, বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল হয়ে গেছে। তাই বাজার কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোন কাজ হচ্ছে না।

এদিকে লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌছ উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যাপারে সওজ’র সেকশন অফিসার আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, এখন জানলাম। সওজ’র জায়গা কেউ দখল করতে পারবে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Back to top button