বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে কোরআনের হাফিজ নিখোঁজ, খোঁজ পেতে পরিবারের সাহায্য কামনা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে গতকাল থেকে এক কোরআনের হাফিজ নিখোঁজের অভিযোগ করেছে তার পরিবার। নিখোঁজ হাফিজের নাম হাফিজ জিয়াউর রহমান (২৯)। সে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত সোনাহর আলী্র পুত্র।

নিখোঁজ হাফিজের ভাগ্না শাকিল আহমদ বিয়ানীবাজার টাইমসকে মুঠোফোনে জানান, গতকাল মঙ্গলবার বাড়ি থেকে বিয়ানীবাজার মেঘনা লাইফ ইন্সুরেন্সের উদ্দ্যেশ্যে বের হোন সকাল ১১টায়। দুপুর ১টা পর্যন্ত তার সাথে কথা হয় পরিবারের সদস্যদের এরপর আর কথা হয়নি। সন্ধ্যা পর্যন্ত ফোন খোলা থাকলেও ফোন ধরেননি তিনি। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে।

এব্যাপারে তার পরিবার বিয়ানীবাজার থানায় সাধারন ডায়রি করবেন বলে নিশ্চিত করেছেন। কেউ যদি তাকে দেখে থাকেন তার পরিবারকে জানাতে অনুরোধ করেছেন। যোগাযোগের নাম্বার- 01762114473, 01714227168

Back to top button