বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার জনতা ব্যাংকে অর্থ সংকট, রেমিটেন্স নিতে আসা গ্রাহকরা ২দিন থেকে যাচ্ছেন ফেরত

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ জনতা ব্যাংকের বিয়ানীবাজার শাখায় গত দুইদিন থেকে গ্রাহকরা পাচ্ছেন না রেমিটেন্সের টাকা, এনিয়ে ভোগান্তিতে পড়েছেন ব্যাংকের গ্রাহকরা। বিপুল সংখ্যক গ্রাহক ভিড় করছেন ব্যাংকে, ব্যবস্থাপকের সাথে তর্কে জড়াচ্ছেন কেউ কেউ। সোমবার (৯ মার্চ) দুপুরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে ব্যাংকে।

ব্যাংকে টাকা নিতে আসা গ্রাহক বিয়ানীবাজার টাইমসকে জানান, তিনি বৃহস্পতিবার তার ভাইয়ের পাঠানো টাকা নিতে এসে শুনতে পান টাকা নাই, রবিবার আসতে বলেন ব্যাংক কর্তৃপক্ষ। তবে রবিবারও এসে টাকা নে পেয়ে ফেরত গিয়েছেন। আজ আসার পর ব্যাংকে বিশাল লাইনে দাঁড়িয়ে রয়েছেন টাকা পাবেন কিনা নিশ্চিত নন।

রেমিটেন্সের পুত্রের টাকা উঠাতে এসেছেন রহিমা বেগম, গতকাল রবিবার এসে টাকা পাননি, আজ এসে এখোনো দাঁড়িয়ে রয়েছেন কখন টাকা পাবেন এর নিশ্চয়তা নেই। তিনি এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সহযোগীতা চেয়েছেন।

এব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপক চন্দ দাস বলেন, গত বৃহস্পতিবার থেকে হঠাৎ করে রেমিটেন্সের পরিমান তার শাখায় বেড়ে যায় যে কারনে টাকার তারল্য সংকট দেখা দেয়, যার কারনে ভোগান্তিতে পড়েছেন রেমিটেন্সের টাকা নিতে আসা গ্রাহকরা।

উর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি বিষয়টি অবহিত করেছেন জানিয়ে আরো বলেন, আজ-কালকের (সোমবার-মঙ্গলবার) মধ্যে এই সংকট কাটিয়ে উঠবো।

Back to top button