বিয়ানীবাজার সংবাদ

প্রেমিকার বিয়ে হওয়ায় অভিমানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ানীবাজারের যুবকের আ’ত্নহ’ত্যার চেষ্টা

বিয়ানীবাজার টাইমসঃ প্রধানমন্ত্রী আমার এ আত্মহত্যার প্ররোচনাকারী (যারা আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে) তাদের আইনের আওতায় আনার কঠোর নির্দেশ প্রদান করবেন এবং শাস্তি নিশ্চিত করবেন। আমি আমার এ বিচার বঙ্গবন্ধুর কন্যার কাছে রেখে গেলাম..

শেষের লাইনগুলো এরকম ছিলো, অভিমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, প্রেমিকার সাথে স্মৃতিচারনের ছবি দিয়ে অত্যন্ত স্থিরবুদ্ধিতে আত্মহননের চেষ্টা চালান দলিল লেখক বিয়ানীবাজারের যুবক লায়ন সত্যজিত দাস।

গত ৪ ফেব্রুয়ারি এমন ষ্ট্যাটাস লিখলেও তিনি আত্মহত্যার চেষ্টা করেন ১পহেলা মার্চ গভীর রাতে। বিষাক্ত কিটনাশক পান করে আত্নহত্যার চেষ্ঠা চালান তিনি। পরিবার বিষয়টি আচ করতে পেরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি এখোনো আশংকাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্বজনরা।

ফেসবুকে নিজনামীয় আইডি থেকে সত্যজিত লিখেন, ‘পূর্ণিমা রানী নাথকে আমি খুব ভালোবাসতাম, ভালোবাসি আর পরজনমেও ভালোবাসব। পূর্ণিমাও আমাকে খুব ভালোবাসত। দু’জনের বুঝাপড়া, পছন্দ, অপছন্দ প্রায়ই মিলে যেত। দু’জনের কল্পনার একটা সংসার ছিল। পূর্ণিমার সাথে কাটানো সময় আমার জীবনের সেরা মূহুর্ত ছিল, আমি বেঁচে থাকবো আর পূর্ণিশা অন্যের সংসার করবে, তা কখনো হতে পারে না। সুইসাইড করার জন্য মা, ছোট-বড় ভাই-বোন, ভাতিজা-ভাতিজি, ভাগ্না-ভাগ্নি, কাকা-মামা, পিশি-মাসী, বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন, পরিজন সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

আমি মহাপাপিষ্ট, সর্বকনিষ্ট এক নরাধম। জানি সর্বধর্মে আত্মহত্যা মহাপাপ হিসেবে বিবেচিত। তারপরেও আমি …করতেছি।’ নিজের প্রেম আর আবেগের কথামালা এভাবে তোলে ধরে প্রায় মাসখানেক অপেক্ষা করেন সত্যজিত। তবুও পূর্ণিমা ফেরেনি, ভূলতে পারেনি ফেলে আসা দিনের অনূভূতি। ভালোবাসার অ¤øমধুর খুনঁসুটিগুলো বারবার ফিরে আসতো প্রিয়তমা হারানোর কষ্ট নিয়ে। তাই ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর অনেকের অনুরোধ, মায়ের মিনতি কিছুই তাকে টলাতে পারেনি।

সত্যজিত দাস বিয়ানীবাজার পৌরশহরের নয়াগ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত আছেন। পূর্ণিমা রাণী নাথ বড়লেখার বাসিন্দা। তিনি একটি কমিউনিটি ক্লিনিকে চাকরী করেন। ২০১৬ সাল থেকে তাদের পরিচয়, প্রেম এবং স্বামী-স্ত্রী হিসেবে চলাফেরা। এই সময়ের মধ্যে সত্যজিত-পূর্ণিমাকে কাদিপুর শিবমন্দিরে শাঁখা-সিদুর পরিয়ে দেন। এরমধ্যে একাধিকবার তাদের অভিমান হয়, কথাও বন্ধ ছিল অনেকবার।

সত্যজিতের পরিবারের সদস্যরা জানান, বিষাক্ত কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এখনো তিনি শঙ্কামুক্ত নন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর বলেন, এ ধরণের কোন বিষয় কেউ তাকে অবহিত করেনি। তবে তিনি খোঁজখবর নিবেন।

Back to top button