বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়ছেন নেতাকর্মীরা
সোশ্যাল মিডিয়া ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর আসলো বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি। মিডিয়ার মাধ্যমে কমিটি আসার পর থেকে দুই কমিটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেতাকর্মীরা। পৌর কমিটি নিয়ে ক্ষোভ বা সমালোচনা কম থাকলেও উপজেলা আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার এবং সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমকে নিয়ে বিরুপ মন্তব্য করছেন।
গত শনিবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ওই দুই শাখায় ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। এরপর থেকে চলছে আলোচনা-সমালোনার ঝড়। সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, পৌর কমিটিতে সাবেক ছাত্রদলের কলেজ সভাপতি, স্বেচ্ছাসেবক দলের বর্তমান পৌর সভাপতি সারোয়ার আহমদ সুমন ও সাবেক ছাত্রনেতা আক্তার অনিককে না রাখায় ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল নেতা আয়নুল আবেদীন লিখেন,
দুইজন সাবেক ছাত্রদলের সোনালী ফসল একজন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার অনিক ভাই ও আরেক জন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সরওয়ার হোসেন সুমন ভাই। সদ্য ঘোষিত বিয়ানীবাজার উপজেলা ও পৌর বি,এন,পির আহবায়ক কমিটিতে ওনাদের স্থান নেই, যারা এই ঘৃনিত কাজের মদদ দাতা আমরাও আপনাকে চিনি, আপনার বিবেকের কাছে রাখলাম এই দুইজন সাবেক ছাত্রনেতা দের নাম কেটে আপনি যাদের নাম অন্তর্ভুক্ত করেছেন আপনি বলুন এই দুইজনের চেয়ে কি আপনি যাদের শুধু মাত্র আপনার বলয় বারী করার জন্য এনেছেন সেই দুইজন যোগ্য? আমার বিশ্বাস আপনি না বলবেন তাহলে দলের এই দুর্সময়ে দলের সাথে এই বিশ্বাঘাতক্তা করলেন? দুখিত ভাই আপনাদের কাছে দলটা কে শুধু দিয়ে গেলেন বিনিময়ে শুধু প্রতারিত হলেন।
অন্যদিকে, উপজেলা আহ্বায়ক কমিটিতে থাকা এডভোকেট রেজার বিরুদ্ধে একসময়ে শিবিরের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা। তাদের দাবী টাকার জোরে নামের তালিকায় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিদ্দিক আহমদ এবং সহ-সভাপতি আতাউর রহমানের উপরে থাকেন কেমন করে, এমন দাবী নিয়ে শ্রমিক দলের সভাপতি সেলিম আহমদ লিখেন,
শিবির থেকে অনুপ্রবেশকারী, নবাগত, উপজেলা বিএনপির ঐক্য বিনষ্টকারীর স্হান হয় সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদের উপরে।ছাগল দিয়ে হাল চাষ হয় না।
এব্যাপারে বিয়ানীবাজার বিএনপির আগের কমিটির সাধারন সম্পাদক ছিদ্দিক আহমদ ফেসবুক লাইভে বলেন, জেলা কমিটির প্রভাবশালী এক সদস্য বিয়ানীবাজার বিএনপির নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে জামায়াত থেকে আসা লোক ও সরকারঘেষা লোক দিয়ে কমিটি দিয়েছেন, যা বিয়ানীবাজার বিএনপি ঘৃনাভরে প্রত্যাখান করেছে। তিনি বিয়ানীবাজার বিএনপিকে নিয়ে নোংরা খেলা না খেলতে জেলা কমিটিকে হুশিয়ারি দেন।
সদ্য ঘোষিত বিয়ানীবাজার উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক নজরুল ইসলাম খান। সদস্যরা হলেন, নজমুল হোসেন পুতুল, দেলওয়ার হোসেন মুক্তা, নজরুল হোসেন, মো. আব্দুস সবুর, ওহিদ আহমদ তালুকদার, এডভোকেট আহমদ রেজা, আখতার হোসেন খান, আব্দুল কুদ্দুছ, সিদ্দিক আহমদ, হারুনুর রশিদ, সৈয়দ আব্দুল করিম, আতাউর রহমান, ফয়ছল উদ্দিন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আব্দুল করিম তাজুল, নাজিম উদ্দিন, সরওয়ার হোসেন, আব্দুল মান্নান চেয়ারম্যান, নওয়াজিশ চৌধুরী সাকি ও সাইফ উদ্দিন।
২১ সদস্য বিশিষ্ট বিয়ানীবাজার পৌরসভার কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক মো. নুরুল হুদা বাবুল। কমিটির অন্যান সদস্যরা হলেন, আবু নাসের পিন্টু, মিজানুর রহমান রুমেল, গিয়াস উদ্দিন, কবির আহমদ, জসীম উদ্দিন জুয়েল, মিছবাহ উদ্দিন, সাইব উদ্দিন, কামাল হোসেন, জিল্লুর রহমান মাসুম, হোসেন আহমদ দোলন, ফখরুল ইসলাম, কবির আহমদ লিলু, আতাউর রহমান কটন, সেলিম উদ্দিন, আবু বক্কর আবু, হোসেন আহমদ হুসু, মনসুর হিল্লাজ, নাজমূল হোসেন, গুলজার আহমদ রাহেল ও এমদাদুর রহমান ইমন।