বিয়ানীবাজারে ভুমি অফিসে ঘুষ দিতে আটক বৃদ্ধ, অতঃপর…
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার ভুমি অফিসে ভুমি কর্মকর্তাকে ঘু্ষ দিতে গিয়ে আটক হয়েছেন বিয়ানীবাজারের এক বৃদ্ধ। পরে বয়সের কারনে মানবিক দৃষ্টিকোন বিবেচনা করে লিখিত মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।
উপজেলা ভুমি কর্মকর্তার অফিসিয়াল ফেসবুকে আইডি থেকে বিষয়টি জানানো হয়। সামাজিকভাবে হেয় হবেন এমন মানবিক কারনে তার পরিচয় গোপন রেখে ছবি দেয়া হয়।
উপজেলা ভুমি কর্মকর্তা খুশনুর রুবাইয়াত মৌমিতার অফিসিয়াল আইডি Ac Land Beanibazar এ তিনি লিখেন,
প্রিয় বিয়ানীবাজারবাসী,
ঘুষ দেয়া এবং ঘুষ নেয়া আইনত দন্ডনীয় অপরাধ। নামজারি সহ এসি ল্যান্ড এর উপর অর্পিত বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য আমি সরকারের কাছ থেকে বেতন গ্রহণ করি। যেকোন অন্যায় উপার্জন আমার কাছে অত্যন্ত ঘৃণ্য। আপনার দখল, প্রাপ্যতা, মালিকানা সংক্রান্ত কাগজপত্র সঠিক থাকলে নামজারি বিনা তদবিরেই হবে। ছবির ব্যক্তিটি অদ্য ঘুষ দেয়ার প্রচেষ্টাকালে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে বন্ড নেয়া হয়। দীর্ঘ ৪০ বছর প্রবাসে থাকায় এবং বয়োবৃদ্ধ হওয়ায় মানবিক কারণে তাকে জেল জরিমানা করা হয়নি। নামজারীর ফি সর্বসাকুল্যে ১১৭০ টাকা। আবেদনে নিজের সঠিক মোবাইল নাম্বার প্রদান করুন। এসএমএস পেয়ে শুনানিতে উপস্থিত থাকুন।