বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ কারাগারে

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার চারখাইয়ে ছয় বছরের এক শিশু কন্যকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আসামী করে শিশুর পরিবার থানায় মামলা দায়ের করে।

অভিযুক্ত আব্দুল লতিকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার চারখাইয়ের লাংলাকোনা গ্রামের মৃত মোশাহিদ আলী’র ছেলে।

পুলিশ ও ভিকটিমের পরিবারিক সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লাংলাকোনা গ্রামের একটি প্রাইমারি স্কুলের পড়ে ওই শিশু। গত রোববার বিকাল ৪টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গেলে পথে চকলেট দেয়ার কথা বলে আব্দুল লতি নিজের মুদির দোকানে নিয়ে যায়। পরে তাকে ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুটি বাড়িতে এসে ঘটনাটি তার মাকে বলে।

পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়। তবে মিমাংসা না হওয়ায় ভিকটিমের পরিবার ঘটনাটি পুলিশকে জানায় এবং ওই দিন রাতেই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়।

শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘আমার পুড়িরে (মেয়ে) চকলেটের লোভ দেখাইয়া নির্যাতন করে লতি। আমার নিষ্পাপ পুড়ির ওর কি ক্ষতিখান করছে। আমরা ডরের (ভয়ে) মধ্যে আছি। ঘটনার পর বাড়িতে পুলিশ আইছে (আসছে)।’

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, গ্রেফতার আব্দুল লতি পেশায় মুদির দোকানী। চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে লতি শিশুকে ধর্ষণ করে। পরে ওই শিশুর মা বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সৌজন্যঃদৈনিকজালালাবাদ

Back to top button