বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বৃদ্ধা মাকে অজ্ঞান করে সাংবাদিকের বাড়ির মালামাল চুরি

বিয়ানীবাজার টাইমসঃ পূর্বাঞ্চলের সাপ্তাহিক দিবালোকের স্টাফ রিপোর্টার ইমাম হাসনাত সাজুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার যেকোনো সময় বাড়িতে থাকা তার বৃদ্ধা মাকে অচেতন করে নগদ টাকা ও বাড়ির দামী আসবাবপত্র নিয়ে চম্পট দেয় চোর। রাত ১১টায় বাড়ি ফিরে ঘর এলোমেলো দেখে চুরির সন্দেহ হয়। পরে ঘরে সব এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি নিশ্চিত হোন।

তার মায়ের অবস্থা ভালো জানিয়ে ইমাম হাসনাত সাজু জানান, গতকাল রাত অনুমানিক ৮-১০ ঘটিকার মধ্যে মা কে অচেতন করে নগদ প্রায় ৪০ হাজার টাকা, গহনা, ইলেক্ট্রনিক সামগ্রিসহ ঘরের সকল চাবি নিয়ে যায়। তিনি এব্যাপারে আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।

Back to top button