বড়লেখা

বড়লেখায় আইসিটি ও অন্যান্য কার্যাবলী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপি আইসিটি ও অন্যান্য কার্যাবলী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার।

কনসালটিং ফার্ম উদয়, মির্জাপুর, টাঙ্গাইল ও এমসিডা মৌলভীবাজারের আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করেছে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়নের সর্বমোট ২৫জন ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য অংশগ্রহণ করেন। আইসিটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা প্রকৌশলী শামছূল হক ভুইয়া, লোকাল গভর্মেন্ট প্রশিক্ষণ কনসালটেন্ট আব্দুল্লাহ আল মামুন, সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প (আরএআরপি) এমএমসি পার্টের টিম লিডার বিমল কান্তি কুড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রারি প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়কারী শফিকুল ইসলাম, সহকারী প্রশিক্ষণ সমন্বয়কারী শাহেদুর রহমান প্রমূখ। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নছিব আলী, কমর উদ্দিন, সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন প্রমুখ।

এছাড়া উক্ত প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার তালিকাভূক্ত ২০০জন কৃষক দলের সদস্যকে পর্যায়ক্রমে সবজিচাষ, হাঁস-মুরগীপালন, গরুমোটা-তাজাকরণ, গাভীপালন, আধুনিক পদ্ধতিতে পুকুরে ও প্লাবন ভূমিতে সমাজভিত্তিক মাছ চাষ ছাড়াও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Back to top button